পদ্মায় ট্রলারডুবি: নিখোঁজ এক শিক্ষকের লাশের সন্ধান 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:২১ পিএম
পদ্মায় ট্রলারডুবি: নিখোঁজ এক শিক্ষকের লাশের সন্ধান 

ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনার আটদিন পর নিখোঁজ এক শিক্ষকের লাশের সন্ধান পাওয়া গেছে।  

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

কোতোয়ালি থানা পুলিশ ও আজমলের পরিবার ঘটনাস্থলে রয়েছেন। আজমল ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ তথ্য নিশ্চিত করে জানান, এসআই নজরুলের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন।

নজরুল ইসলাম বলেন, “আমরা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছি। তবে লাশটি কার এবং কারা উদ্ধার করবে সেটা ঘটনাস্থলে যাওয়ার পর বলতে পারব। 

ফরিদপুর শহর থেকে ২৫ আগস্ট (বুধবার ) বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।
 

Link copied!